আপনি দৌড়াবেন, চার্জ হবে ফোন !
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের কাজ অনেক। ফলে ব্যবহৃত হয় বেশি। আর বেশি ব্যবহারের কারণে চার্জ ফুরিয়ে যায় দ্রুত। এ নিয়ে প্রায়শই বিপাকে পড়তে হয় ব্যবহারকারীদের। এই ঝামেলা থেকে বাঁচাতে অভিনব এক ব্যাটারি চার্জার তৈরি করছে শিকাগোভিত্তিক মার্কিন প্রতিষ্ঠান ইভানেস্টোন।
এই চার্জার হাতে নিয়ে চলাফেরা, লাফালাফি বা দৌড়ঝাঁপ করলে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হয়ে যায় স্মার্টফোন, দাবী নির্মাতা প্রতিষ্ঠানের!
১৮০০ সালে হাঁটাচলা, দৌড়াদৌড়ি করে চার্জ দেয়ার মতো এমন একটি পদ্ধতি আবিষ্কার করেছিলেন নিকোলা টেসলা। এই পদ্ধতিকে কাজে লাগিয়ে নতুন ওই ব্যাটারি চার্জার তৈরি করেছে ইভানেস্টোন।
এই ব্যাটারি চার্জারে কয়েল এবং ম্যাগনেট রয়েছে। এই ম্যাগনেট ঝাঁকুনি খেলে অটোম্যাটিক ইলেকট্রিক তৈরি করে। আর এই ইলেকট্রিক কয়েলের মাধ্যমে ব্যাটারিতে চলে যায়, যা ফোনে চার্জ হতে সাহায্য করে। সূত্র- গিকি গ্যাজেট।