মাইক্রোসফট লুমিয়া-৬৫০
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : উইন্ডোজ অপারেটিং বিষয়ক ওয়েবসাইট উইন্ডোজ সেন্ট্রাল জানিয়েছে আগামী মাসে বাজারে ছাড়া হতে পারে ‘লুমিয়া ৬৫০’ নামের স্মার্টফোন।এই ফোনটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলবে। যদিও এখন পর্যন্ত এটা শুধু সম্ভাবনাই। এখনো কোনো নিশ্চিত খবর জানানো হয়নি মাইক্রোসফটের পক্ষ থেকে।
উইন্ডোজ সেন্ট্রালের খবরে আরো বলা হয়েছে, লুমিয়া ৬৫০ স্মার্টফোনটিতে থাকবে ৭২০ পিক্সেলের ৫ ইঞ্চি ডিসপ্লে। ১ জিবি র্যাম সাথে স্ন্যাপড্রাগন ২১০ অথবা ২১২ প্রসেসর থাকতে পারে। ইন্টারনাল স্টোরেজ থাকবে ৮ জিবির। রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে ৫ মেগাপিক্সেলের।
উইন্ডোজ সেন্ট্রালের খবরে আরো বলা হয়েছে ‘লুমিয়া ৭৫০’ ও ‘লুমিয়া ৮৫০’ মডেলের সেট দুটি বাজারে নাও ছাড়তে পারে মাইক্রোসফট। গত বছরের শেষ দিকে এই সেট দুটির ঘোষণা দেওয়া হয়েছিল মাইক্রোসফটের পক্ষ থেকে।