বাংলাদেশে স্মার্টফোন কারখানা স্থাপন করতে চায় এরিকসন
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশে স্মার্টফোন কারখানা স্থাপন করতে আগ্রহ প্রকাশ করেছে সুইডেন ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান এরিকসন। স্বল্পমূল্যে মোবাইল হ্যান্ডসেট সরবরাহ করতে প্রতিষ্ঠানটি স্থাপন করতে যাচ্ছে মোবাইল ও চিপ তৈরির ইউনিট।
এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, কারখানা স্থাপনে এরিকসন বাংলাদেশে কারখান স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। সরকারও এ বিষয়ে তাদের সাহায্য করতে প্রস্তুতি নিচ্ছে।
প্রতিমন্ত্রী তাঁর ফেসবুক পাতায় এক পোস্টে লিখেছেন, ‘আমরা এখন দেশের সকল জনগণের হাতে হাতে কম মূল্যে আধুনিক প্রযুক্তির মান সম্পন্ন স্মার্টফোন ও উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য কাজ করে চলেছি। সে লক্ষ্যে আমি “এরিকসন” কোম্পানির সাথে কথা বলেছি। তারা আমাদের দেশে একটি মোবাইল ও চিপ তৈরী করার কারখানা খুলতে আগ্রহী।’
এছাড়া ‘কম মূল্যে সকলের জন্য স্মার্টফোন’ এই প্রকল্পে সবার মতামত বা পরামর্শ জানাতে ফেসবুকে কমেন্ট করার আহ্বান জানিয়েছেন তিনি।