অল্প টাকায় আই ফোন পাওয়া যাবে বাজারে
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
আজ (২১ মার্চ) অ্যাপলের অল্প টাকার নতুন আই ফোন আত্মপ্রকাশ করতে পারে। যার সম্ভাব্য নাম হবে ‘এসই’ অথবা ‘৫-এসই’ এবং এর দাম হতে পারে ৪৫০ ডলার। বিশেষজ্ঞদের মতে, ‘৫-এস এবং ৫-সি তেমন সাড়া না-ফেলায় এই নতুন মডেলটি বাজারে আনতে চাচ্ছে অ্যাপল কর্তৃপক্ষ। নতুন এই মডেলটির সাইজ ৪ ইঞ্চির হবে হলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে স্যামসাং-সহ এবং অন্যান্য মোবাইল কোম্পানির সাথে পাল্লা দিতে বড় আকারের আই ফোন আনছে অ্যাপল। কিন্তু অল্প টাকার মোবাইল ফোন ব্যাবহারকারী অন্যদিকে ঝুঁকতে পারেন মনে করেই এই উদ্বেগ। সংশ্লিষ্ট মহল এও বলেছেন, অ্যাপলের কমদামী ফোন না থাকায় বাজারে তারা পিছিয়ে আছেন বলেই এই উদ্যোগ গ্রহন করেন।