আসছে ফেসবুক স্মার্টফোন
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
এবার নিজস্ব ব্র্যন্ডের স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে ফেসবুক। এই ব্যাপারে মার্ক জাকার বার্গ উদ্যোগী হয়েছেন বলে জানানো হয়েছ। তবে ঠিক কবে নাগাদ ফেসবুক ফোন বাজারে আসতে পারে সে ব্যাপারে কিছু জানা যায়নি।
স্মার্টফোনের জন্য নিজস্ব বানানো সফটওয়্যার ব্যবহার করবে ফেসবুক। এজন্য তারা অ্যাপলকে অনুকরণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এজন্য অ্যাপল’র বেশ কয়েকজন সফ্টওয়্যার প্রকৌশলী ইতিমধ্যে ফেসবুকে যোগ দিয়েছেন বলেও জানা গেছে।
কেমন স্মার্টফোন বাজারে আনবে ফেসবুক? এ ব্যাপারে বিশ্বখ্যাত ডিজিটাল ডিভাইস ডিজাইনার মিশাল বনিকৌস্কি বলেছেন, ৪.২ ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে ফেসবুক স্মার্টফোনে। সেই সঙ্গে থাকছে আট মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা। এছাড়াও চোখ-ধাঁধানো স্মার্টফোনটিতে থাকছে নানান ফিচার, যা বাজার প্রচলতি বহু ফোনের চেয়ে তাকে এগিয়ে রাখবে বলে মনে করা হচ্ছে।