শেষ হলো স্মার্ট সিটি হ্যাকাথন
- বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক
প্রথমবারের মতো আয়োজিত ‘স্মার্ট সিটি হ্যাকাথনে’ চ্যাম্পিয়ন হয়েছে ‘দূরবীন’। প্রথম রানারআপ এবং দ্বিতীয় রানারআপ হয়েছে যথাক্রমে ‘স্পার্কস’ আর ‘অ্যাপ ফ্লেকস’। এই হ্যাকাথনের উদ্দেশ্য ছিল তথ্য-প্রযুক্তির মাধ্যমে ঢাকা শহরের সব সম্পদ সুষ্ঠুভাবে ব্যবহার করে শহরের নাগরিকদের জীবনযাত্রার মানের উন্নয়ন করা। এতে অংশ নিয়েছিল ৩০টি দল। প্রতিটি দলে ছিল সর্বোচ্চ চারজন ও সর্বনিম্ন দুজন করে। দলগুলো টানা ৩৬ ঘণ্টায় তাদের উদ্ভাবনী আইডিয়াকে সফটওয়্যার অথবা হার্ডওয়্যারের আকারে উপস্থাপন করে। প্রযুক্তি প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাব এবং দেশের শীর্ষস্থানীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের ইনোভেশন সেন্টার হোয়াইট বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এ হ্যাকাথন।