উইটসা ও আইসিটি ডিভিশনের মধ্যে সমঝোতা চুক্তি
- বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক
গতকাল সকালে আগারগাঁওয়ের আইসিটি ডিভিশনের সম্মেলন কক্ষে বিশ্ব তথ্যপ্রযুক্তি নেতৃবৃন্দের সাথে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- আইসিটি ডিভিশনের সচিব শ্যাম সুন্দর শিকদার, অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ, দ্য ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্স’র প্রেসিডেন্ট ইভোনে চিউ, এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অরগানাইজেশন’র চেয়ারম্যান বুনরাক সারাগানান্দা, অ্যাসোসিও’র নবনির্বাচিত চেয়ারম্যান ডেভিড ওয়াং, উইটসা’র পরিচালক মো. সবুর খান, বাংলাদেশ কম্পিউটার সমিতি’র সভাপতি ও অ্যাসোসিও’র নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আলী আশফাক, বেসিস সভাপতি মোস্তাফা জব্বার, অ্যাসোসিও’র প্রাক্তন চেয়ারম্যান আব্দুল্লাহ্ এইচ কাফি, বিসিএস মহাসচিব ইঞ্জিনিয়ার সুব্রত সরকার ও পরিচালক শাহিদ-উল-মুনীরসহ সরকারি ও বেসরকারী পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপণ করি উইটসা’র প্রেসিডেন্ট এবং অ্যাসোসিও’র চেয়ারম্যানকে। তথ্য প্রযুক্তির বিশ্ব সম্মেলন ‘ডব্লিউসিআইটি ২০২১ ঢাকা’ সফল করতে উইটসা’য় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি’র সাথে আমরা যৌথভাবে কাজ করবো। এছাড়া বাংলাদেশের তথ্যপ্রযুক্তি সংক্রান্ত অন্যান্য সংগঠনও একাজে সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ নির্দেশনায় বাংলাদেশের তথ্য প্রযুক্তি এখন অন্যান্য দেশের জন্য মডেল স্বরূপ।’