নির্ভরযোগ্যতার শীর্ষে আসুস
প্রযুক্তি ডেস্ক : বিশ্বব্যাপী কম্পিউটার মাদারবোর্ডের সকল ব্র্যান্ডগুলোকে পিছনে ফেলে দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা ও নির্ভরযোগ্য মাদারবোর্ড ব্র্যান্ডের খেতাব জিতে নিয়েছে আসুস।
সম্প্রতি আসুসকে ‘মোস্ট রিল্যায়বল মাদারবোর্ড ব্র্যান্ড’ হিসেবে ঘোষণা করেছে এলএলসি সাবসিডিয়ারি হার্ডওয়্যার এফআর। হার্ডওয়্যার এফআর এর গবেষণা রিপোর্ট অনুযায়ী আসুস মাদারবোর্ডের রিটার্ন রেট ১ দশমিক ৮৯%, যা অন্যান্য নামী মাদারবোর্ড ব্র্যান্ডগুলো থেকে সবচাইতে কম।
আসুস মাদারবোর্ড ১০ বছর যাবত নেতৃত্বাধীন অবস্থানে রয়েছে যার মূল কারণগুলো হচ্ছে: সর্বোচ্চ বিক্রি, সহজে ব্যবহারযোগ্য, দীর্ঘস্থায়ীত্বতা এবং বিশ্বাসযোগ্যতা। গুণগতমান, নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক পরিসরে পণ্যগুলোকে পরীক্ষা করা হয়ে থাকে। যার ফলানুক্রমে সর্বনিম্ন রিটার্ন রেট রয়েছে আসুসের এবং নির্ভরযোগ্যতা ও সেরা হওয়ার খেতাবটাও জুড়ে নিল আসুস মাদারবোর্ড।