আবারও আইনি বিপাকে অ্যাপল
প্রযুক্তি ডেস্ক : আবারও আইনি বিপাকে পরেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটি আইফোন ৫ এবং ৫এস স্মার্টফোনের সফটওয়্যার বাগ ইচ্ছাকৃতভাবে গোপন করেছিল বলে অভিযোগ এনে অ্যাপলের বিরুদ্ধে মামলা করে বসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি-এর এক গ্রাহক।
আইফোন ৫ এবং ৫এস-এ ওয়াই-ফাই সংযোগ চালু থাকা অবস্থাতেও স্মার্টফোনটি এলটিই সংযোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে ডেটা খরচ বাড়াত। আর অ্যাপল ওই ত্রুটি সম্পর্কে জেনেও ওই সমস্যা সমাধানের কোনো চেষ্টা করেনি বলে অভিযোগ তুলেছে মামলার বাদীপক্ষ।
স্মার্টফোনদুটির ওই সফটওয়্যার বাগ ইসু ব্যবহারকারীদের নজরে আসে ২০১২ সালের সেপ্টেম্বর মাসে। অভিযোগ ওঠার কয়েক দিনের মধ্যে ওই সমস্যা সমাধানে ভেরাইজন ব্যবহারকারীদের জন্য সফটওয়্যার প্যাচ ইসু করে অ্যাপল। সফটওয়্যার বাগের ভুক্তভোগীদের বাড়তি ডেটা খরচের জন্য গাঁটের পয়সা খরচ করতে হবে না বলে ঘোষণা দেয় মার্কিন ক্যারিয়ার প্রতিষ্ঠান ভেরাইজন।
কিন্তু তদন্তকারী প্রতিষ্ঠান ‘হেগেনস বারম্যান’-এর তথ্য অনুযায়ী, এটিঅ্যান্ডটি ব্যবহারকারীদের জন্য কোনো সফটওয়্যার প্যাচ ইসু করা তো দূরে থাক, সফটওয়্যার বাগটির অস্তিত্বই স্বীকার করেনি অ্যাপল ও এটিঅ্যান্ডটি।
মামলার বাদী থমাস পালমারের অভিযোগ, এটিঅ্যান্ডটি গ্রাহকদের সফটওয়্যার প্যাচ থেকে বঞ্চিত করেছে অ্যাপল, যা প্রতিষ্ঠানটির উচিত হয়নি এবং আইওএস ৭ সফটওয়্যার আপডেট ইসু করার সময়ও সফটওয়্যার বাগটি ঠিক করেনি অ্যাপল।