এইচপি ল্যাপটপে ওয়ারেন্টি সুবিধা
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের বাজারে এখন থেকে এইচপি ব্র্যান্ডের নির্দিষ্ট মডেলের ল্যাপটপে ২ বছরের বিক্রয়োত্তর সেবা সুবিধা পাওয়া যাবে।
২ বছরের বিক্রয়োত্তর সেবা সুবিধার অন্যতম একটি নতুন ল্যাপটপ হচ্ছে এইচপি ১৪ সিরিজের এসি১২৭টিইউ মডেলের ল্যাপটপটি। এতে রয়েছে ইন্টেল ৫ম প্রজন্মের ৫০০৫ইউ মডেলের কোর আই-থ্রি প্রসেসর, ৪ জিবি ডিডিআর-থ্রি র্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৪.১ ইঞ্চি ডায়াগোনাল এইচডি ডিসপ্লে, সুপার মাল্টি ডিভিডি রাইটার।
ল্যাপটপটির মূল্য ৩৪ হাজার ৮০০ টাকা। এটি বাজারে এনেছে স্মার্ট টেকনোলজসি (বিডি) লিমিটেড।