ভাঁজ করা কি-বোর্ড আনছে এলজি
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
এলজি ইলেকট্রনিক বাজারে আনছে নতুন একটি পোর্টেবল কিবোর্ড। এটির মডেল পোস্টফিক্স ২ । এর আগে সংস্থাটি রোলি নামে একই ধরনের একটি কিবোর্ড বাজারে নিয়ে এসেছিল। নতুন এই কিবোর্ডটির বিশেষত্ব হচ্ছে এটি কাগজের মত ভাঁজ করে পকেটে ঢোকানো যাবে।
এলজির এই কিবোর্ডটিতে পাঁচটি সাঁরিতে কি আছে। আগের মডেলটিতে চারটি সাঁরিতে কি ছিল। এটি ভাঁজ করে সহজেই যে কোনও জায়গায় নিয়ে যাওয়া যাবে।
কিবোর্ডটি একই সঙ্গে তিনটি ডিভাইসের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে পেয়ার করা যাবে। অন্যদিকে এটি ডক হিসেবেও ব্যবহার করা যাবে। ব্যবহার করা যাবে টু ইন ওয়ান কনভার্টেবল ল্যাপটপেও।