নারীদের জন্য ইমোজি আনছে গুগল
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
এবার নারীদের জন্য ইমোজি নিয়ে আসছে গুগল। ১৩টি ইমোজির এক সেট নকশা করেছে ওয়েব জায়ান্ট গুগল। এসব ইমোজির মাধ্যমে কর্মক্ষেত্রে নারীদের অবদান তুলে ধরা হবে।
এসব ইমোজিগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবাবিষয়ক নারীকর্মী, মহিলা বিজ্ঞানী, ব্যবসাক্ষেত্রের নারীরা এবং সংস্কৃতির সঙ্গে যুক্ত নারীরা। এ ব্যাপারে বিবিসি জানিয়েছে, নারীদের জন্য ইমোজির নকশা করা হয়েছে। এগুলো অনুমোদনের জন্য ‘ইউনিকোড কনসোর্টিয়ামে’ প্রেরণ করা হয়েছে। ইমোজি একটি জাপানি শব্দ। এই শব্দের ‘ই’ মানে হল ছবি এবং ‘মোজি’ মানে হল হরফ বা বর্ণ। এ
এজন্য চারজন কর্মী নিয়ে একটি নকশা টিম গঠন করেছে গুগল। গুগলের ওই ইমোজি নকশাকারী দলটি জানায়, নকশা করার জন্য তাদেরকে প্রেরণা দিয়েছে ‘নিউ ইয়র্ক টাইমস’। ওই পত্রিকার উপসম্পাদকীয়তে ‘ইমোজি ফেমিনিজম’ নামে একটি নিবন্ধ প্রকাশিত হয়। নকশাকারী দলটির মতে তাদের কাজ নারীর ক্ষমতায়ন এবং সমগ্র বিশ্বে নারীদের গুরুত্ব তুলে ধরতে সাহায্য করবে।