ইউটিউবের ম্যাসেজিং অ্যাপ
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
আরো বেশি ব্যবহারকারির কাছে পৌঁছাতে চাই ইউটিউব। তাই এবার তার স্মার্টফোনের আসছে নতুন এক ম্যাসেজিং অ্যাপ যার মাধ্যমে ইউটিউবের বিভিন্ন ভিডিও শেয়ার করা যাবে। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি।
বর্তমানে অ্যাপটি নিয়ে পরীক্ষা চালাচ্ছে ইউটিউব এবং গত শুক্রবার অল্প কিছু ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে অ্যাপটি। অ্যানড্রয়েড ও আইওএস দুই ধরনের অপারেটিং সিস্টেমের জন্যই ছাড়া হয়েছে এই অ্যাপটি।
ইউটিউব গুগলের অ্যালফাবেট ইনকরপোরেশনের মালিকানাধীন প্রতিষ্ঠান। তাদের ধারণা এই অ্যাপটির মাধ্যমে ইউটিউবে মানুষের ভিডিও দেখার প্রবণতা আরো বাড়বে। এখন ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটের মতো অ্যাপ্লিকেশনগুলোতে ইউটিউবের ভিডিও শেয়ার করার জন্য লিংক কপি করতে হয়। তবে ইউটিউবের অ্যাপের মাধ্যমে এই পদ্ধতি আরো সহজ করা হবে।
এই অ্যাপটি বানানো হয়েছে তরুণ প্রজন্মকে সামনে রেখে তাই তরুণদের কথা ভেবেই ইউটিউব তাদের মেসেজিং অ্যাপটি ডিজাইন করেছে।