কেমন চলছে ফেসবুক রিঅ্যাকশন
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
তিন মাসেরও বেশি সময় আগে ফেসবুক তার জনপ্রিয় লাইক বাটনের সঙ্গে যোগ করেছিল হাসি, কান্না, বিস্ময়, ভালোবাসা ও রাগের মতো কিছু আবেগ বা প্রতিক্রিয়া প্রকাশক আইকন। এগুলোর নাম দেয়া হয়েছিল ফেসবুক রিঅ্যাকশনস। আশা করা হয়েছিল চালু হওয়ার পর থেকে ফিচারটি দারুণ সারা ফেলবে ব্যবহারকারীদের মধ্যে।
কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পেলেও তা আশানুরূপ নয় বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। দেখা গেছে, ফেসবুক রিঅ্যাকশনসের চেয়ে সেই চিরাচরিত লাইক বাটনেরই ব্যবহার এখনো বেশি।
ফেব্রুয়ারির শেষ দিকে আনুষ্ঠানিক শুরুর পর ব্যবহারকারীরা রিঅ্যাকশন বাটনগুলো কীভাবে কতটা ব্যবহার করছে, তা জানার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কুইন্টলি ১ লাখ ৩০ হাজার ফেসবুক পোস্ট নিয়ে গবেষণাটি চালায়।
এতে দেখা যায়, ৯৭ শতাংশ ব্যবহারকারী তাদের আবেগ-অনুভূতি প্রকাশে লাইক, কমেন্ট ও শেয়ার ব্যবহার করেছেন। বাকি মাত্র ৩ শতাংশ ক্ষেত্রে রিঅ্যাকশন বাটনগুলো ব্যবহৃত হয়।
গবেষকরা জানান, বিশ্লেষণের প্রথম ধাপ অনুসারে, এখন পর্যন্ত গড় অনুপাতে ফেসবুক রিঅ্যাকশনস খুব বেশি ব্যবহার হচ্ছে না।
তবে যে পরিমাণ রিঅ্যাকশন ব্যবহৃত হচ্ছে তার মধ্যে ‘ভালোবাসা’ (Love) ব্যবহার হচ্ছে সবচেয়ে বেশি। ছবির তুলনায় ভিডিওতে রিঅ্যাকশন ব্যবহারের হার ৪০ শতাংশ বেশি বলে গবেষণায় বেরিয়ে এসেছে। এক্ষেত্রে বিস্ময় প্রকাশক ‘ওয়াও’ (Wow) রিঅ্যাকশন বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়।
রাগ দেখানো বাটন Angry ছবির তুলনায় ভিডিওতে ব্যবহার হয় দ্বিগুণেরও বেশি। তবে রাগ এবং দুঃখ প্রকাশক (Sad) আইকন দু’টির ব্যবহার সার্বিকভাবে বেশ কম।