গুগুলের নতুন সেবা গুগল সহকারী
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক :
সহকারী বা গুগল অ্যাসিস্ট্যান্ট নামে নতুন সেবা চালু করতে যাচ্ছে গুগল। এই সেবাটি মৌখিক নির্দেশেই ব্যবহারকারীর সব কাজ করে দিতে পারবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করে যাবে গুগলের নতুন এই সেবা। গুগল দাবি করেছে এখন পর্যন্ত যতগুলো কণ্ঠভিত্তিক সার্ভিস চালু আছে তার মধ্যে সবচেয়ে ভালো সেবা দেবে গুগল অ্যাসিটেন্ট।
গত বুধবার গুগলের ডেভেলপার সম্মেলন গুগল আই/ও ২০১৬-তে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দার পিচাই বলেন, ‘মৌখিক নির্দেশ বোঝাপড়ার ব্যাপারে আমাদের গুগল অ্যাসিস্ট্যান্ট অন্য যেকোনো প্রচলিত ভয়েস অ্যাসিস্ট্যান্ট থেকে অনেক এগিয়ে’। ওই সম্মেলনে তিনি ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’ সেবাটি উদ্বোধন করেন।
গুগলের এই নতুন সেবাটি মিটিংয়ের শিডিউল থেকে শুরু করে আবহাওয়া পূর্বাভাস ও ট্রাফিক আপডেট পর্যন্ত বলে যাবে। ম্যাশেবল জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে সবার জন্য উন্মুক্ত করা হবে গুগল অ্যাসিস্ট্যান্ট।