সারা দেশে ২৮টি আইটি পার্ক হবে
- বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক
সারা দেশে ২৮টি আইটি (তথ্যপ্রযুক্তি) পার্ক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর মধ্যে চট্টগ্রাম নগরের বাকলিয়ায় ১৪ একর জায়গায় একটি আইটি পার্ক গড়ে তোলা হবে। গতকাল শনিবার সকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে লার্নিং অ্যান্ড আর্নিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এই ঘোষণা দেন। আইসিটি বিভাগ এ মেলার আয়োজন করে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০টি স্টল ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘খুব শিগরির বাকলিয়ায় ১৪ একর জায়গার ওপর আইটি পার্ক নির্মাণের কাজ শুরু হবে। আরও বেশি জায়গা চেয়েছিলাম। নিষ্কণ্টক জমি এতটুকুই পেয়েছি। এ পার্ক হলে বেঙ্গালুরুর মতো আইসিটি সিটি হবে চট্টগ্রাম।’
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আমরা (চট্টগ্রাম) অর্থনীতিতে সিংহভাগ জোগান দিচ্ছি। কিন্তু আমরা যেন কোথাও নেই। তবে প্রতিমন্ত্রী উদ্যোগ নিয়ে চট্টগ্রামে আইটি পার্ক করছেন।’
উদ্বোধনের পর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা ফ্রি ল্যান্সার জ্যাকব নাথ ও পটিয়ার উদ্যোক্তা সুজন সেনকে ল্যাপটপ কম্পিউটার দেওয়া হয়। মেলায় লার্নিং অ্যান্ড আর্নিং কর্মসূচির দ্বিতীয় ব্যাচের জন্য শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ ওয়াসিকা আয়েশা খান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের প্রকল্প পরিচালক তপন কুমার নাথ, রবি আজিয়াটা লিমিটেডের পরিচালক (ক্লাস্টার বিপণন) নাজির আহমেদ প্রমুখ।