নারীদের হ্যাকাথনে বিজয়ীরা
- বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ৫২৩ জন নারীর অংশগ্রহণের মধ্য দিয়ে প্রথমবারের মতো ঢাকায় হয়ে গেল ‘ন্যাশনাল হ্যাকাথন ফর উইমেন-২০১৭’। দুই দিনের এ আয়োজনে স্বাস্থ্য ও কল্যাণ খাতে চ্যাম্পিয়ন হয়েছে ‘অপটিমিস্ট’, কৃষি ও পরিবেশে ‘গ্রিন ওয়ার্ল্ড’, ব্যবসা ও বাণিজ্যে ‘সিইউ স্প্রিং’, দক্ষতা অর্জন ও শিক্ষায় ‘জুুবিয়েল গার্ল’, সংস্কৃতি ও পর্যটনে ‘ট্রাসপেক্ট ০.২’, গণমাধ্যম ও বিনোদনে ‘ইনভিজিবল ফাইটারস’, নগরায়ণ ও সুপরিকল্পিত বাসস্থানে ‘ক্রিস্টোন’ এবং অধীনতা ও ক্ষমতায়নে ‘মিস্ট কার্ডিনাল’। এ ছাড়া প্রতিটি খাতেই একজন করে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। শনিবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।