নেত্রকোনায় হচ্ছে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার
- বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
নেত্রকোনায় তৈরি হচ্ছে ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’। পরিত্যক্ত পুরনো জেলখানার প্রায় পৌনে দুই একর জায়গায় চলতি বছরের মধ্যেই কর্মসংস্থানভিত্তিক আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারটি চালু হবে। এ জন্য ছয়তলাবিশিষ্ট মাল্টিপারপাস ভবন ও ইনকিউবেশন সেন্টার নির্মাণ করা হবে।
জেলা প্রশাসকের আইটি শাখা সূত্র জানিয়েছে, আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় প্রতিবছর প্রায় এক হাজার ৬০০ থেকে এক হাজার ৭০০ বেকার নারী বা পুরুষ বিনা মূল্যে তথ্য-প্রযুক্তিবিষয়ক বিভিন্ন কোর্স করার সুযোগ পাবেন। প্রশিক্ষণের পাশাপাশি আউটসোর্সিং কাজের মাধ্যমে স্বাবলম্বী হতে ল্যাপটপসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যও বিনা মূল্যে পাবেন তাঁরা। স্নাতক উত্তীর্ণরা ছাড়াও এসএসসি/এইচএসসি উত্তীর্ণরাও প্রশিক্ষণের সুযোগ পাবেন। ফলে নেত্রকোনার অসংখ্য বেকার ছেলে-মেয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পাবেন।
সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেকের) বৈঠকে ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিবেশন সেন্টার’ প্রকল্পের অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ২৬৬ কোটি টাকা ব্যয়ে দেশের সাতটি জেলায় প্রাথমিকভাবে এ প্রকল্প চালু হচ্ছে।
সূত্র: কালের কণ্ঠ