ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দরকারি সফটওয়্যার
- বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক
ট্রাভেল এজেন্সিসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য হিসাবরক্ষক সফটওয়্যার ‘এবিএইচ ট্রাবিল’ তৈরি করেছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এবিএইচ ওয়ার্ল্ড।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাস্টোমাইজ সফটওয়্যারটি সহজে ব্যবহার করা যায়। এটি তৎক্ষণাৎ নির্ভুল হিসাবনিকাশ, লাভ-ক্ষতি, দেনা-পাওনা ইত্যাদির ফলাফল জানাতে পারে। এর গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের ডেটাবেজ তৈরি, অনলাইনে বিল তৈরি, মেইল পাঠানো, আর্থিক লেনদেনের হিসাব প্রভৃতি। অনলাইনভিত্তিক সফটওয়্যারটি নিরাপদ। বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট (http://abhworld.info/) থেকে।

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	