সব ডাক্তারের পছন্দ ই-প্রেসক্রিপশন সফটওয়্যার

সব ডাক্তারের পছন্দ ই-প্রেসক্রিপশন সফটওয়্যার

  • বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক

ই-প্রেসক্রিপশন একটি সময়োপযোগী ডিজিটাল সল্যুশন যা ডিজিটালাইজ প্রেসক্রিপশন সমাধানে চিকিৎসকদের সহযোগিতা করছে। এটি হাইকোর্টের সার্কুলারের সাথে ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেড (ডি এস এল) এর একটি যুগপযোগী উদ্যোগ । তরুণ থেকে অভিজ্ঞ সকল ডাক্তার ব্যবহার করবেন ই-প্রেসক্রিপশান সফটওয়্যার। গতকাল পেসমেকার মেডিক্যাল একাডেমির ৪র্থ বর্ষ পূতি উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেডের প্রধান মো. রাশেদ করিম। তিনি  ১৫০ জন তরুন ডাক্তার এর উপস্থিতিতে ই-প্রেসক্রিপশান এর সকল বিষয় তুলে ধরেন।

উপস্থিত ডাক্তাররা তাৎক্ষনিকভাবে এই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য বিনামূল্যে ই-মেইল ও মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করেন।

আলোচনা সভায়  উপস্থিত ছিলেন পেসমেকারের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সালেকুর রহমান শুভ, ড. সিরাজুল ইসলাম, ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেডের চ্যানেল ও অংশীদার উন্নয়ন এর প্রধান মো. রফিকুল আলম রুবেল, প্রকল্প ব্যবস্থাপক মো. লিয়াকত আলী, ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন আহমেদ প্রমুখ। উল্লেখ্য, বাংলাদেশ হাইকোর্ট ডাক্তাদের ব্লক অক্ষরে বা সফটওয়্যার সিস্টেম প্রেসক্রিপশন প্রিন্ট আউট দিতে নির্দেশ দিযেছেন। এর সমাধানের জন্য তৈরি হয়েছে ই-প্রেসক্রিপশন যা এক জায়গায় বসে সবচেয়ে সহজ পদ্ধতিতে প্রেসক্রিপশন ও পরামর্শ প্রদান করবে.

সুবিধাসমূহ:

  • প্রেসক্রিপশন দ্রুত মুদ্রণ
  • ই-মেইল/ভাইভার/ইমো/ফেইসবুক/মেসেঞ্জার/প্রেসক্রিপশন স্থানান্তর
  • রোগীদের প্রোফাইল
  • চিকিৎসকদের প্রেসক্রিপশন প্রোফাইল
  • রোগীদের মেডিকেল ইতিহাস
  • চিকিৎসা পরামর্শ এবং অনুসরণ
  • প্রেসক্রিপশন দ্রুত ইমেজ
  • এস এম এস নোটিফিকেশণ
  • নাম বা আইডি দ্বারা অনুসন্ধান
  • অনলাইন এপয়েন্টমেন্ট
  • বিল পরিশোধ পদ্ধতি
  • ডাটাবেস এবং ডিজিটাইজড সিস্টেম

বিস্তারিত তথ্যের জন্য নিচের নাম্বার গুলোতে যোগাযোগ করা যাবে:

 ০১৮১১৪৫৮৮০৯, ০১৮১১৪৫৮৮১২, ০১৮১১৪৫৮৮২৫, ০১৭১৩৪৯৩০২৬favicon59-4

Sharing is caring!

Leave a Comment