হাজার তরুণের অংশগ্রহণে ঢাকায় গুগল আইও রিক্যাপ
- বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক
ঢাকায় গুগল আইও রিক্যাপ ডেভেলপার সম্মেলন শুরু হওয়ার সময় ছিল গত শুক্রবার সকাল সাড়ে আটটা৷ কিন্তু আটটার আগেই কারওয়ান বাজারের টিসিবি ভবন মিলনায়তন এলাকায় ছিল তরুণ ডেভেলপারদের দীর্ঘ সারি। গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) বাংলার আয়োজনে ঢাকায় এক হাজারের বেশি তরুণ ডেভেলপার অংশ নিলেন এই জমজমাট সম্মেলনে৷
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত ১৭-১৯ মে অনুষ্ঠিত হয় গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন-গুগল আইও। এ বছর বাংলাদেশের জিডিজি থেকে চারজন এই সম্মেলনে অংশ নেন। গুগল আইওর আদলে বাংলাদেশে আইও রিক্যাপের আয়োজন করা হয়। এতে গুগল আইওতে প্রযুক্তির নতুন কী ঘোষণা এল সেগুলো নিয়ে আলোকপাত করা হয়েছে।
এবারের গুগল আইও রিক্যাপ বাংলাদেশে গুরুত্ব পায় ক্লাউড কম্পিউটিং। এতে ক্লাউড ও ফায়ারবেস নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন গুগলের অনুষ্ঠান ব্যবস্থাপক মনিকান্তন কৃষ্ণমূর্তি। গুগলের সর্বশেষ প্রযুক্তি নিয়ে কথা বলেন বাংলাদেশে প্রতিষ্ঠানটির বিপণন পরামর্শক হাশমি রাফসানজানি৷ ক্লাউড এবং ক্লাউড নিরাপত্তা নিয়ে দুটি আলাদা সেশন পরিচালনা করেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তৌহিদ ভূইয়া ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ক্লাউডির পরিচালক রাজীব হাসান৷
অনুষ্ঠানে টেলিনর ইয়ুথ ফোরামের সহযোগিতায় তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের নেতৃত্ব বিকাশ নিয়ে একটি বিশেষ সেমিনার আয়োজিত হয় ৷ এই প্যানেল আলোচনায় অংশ নেন গ্রামীণফোনের ই-কমার্স বিভাগের প্রধান সাব্বির হোসেন, অভ্যন্তরীণ যোগাযোগ বিভাগের প্রধান খায়রুল বাশার, টেলিনর ইয়ুথ ফোরামের গত বছরের চ্যাম্পিয়ন রাফসান সাবাব এবং তরুণ উদ্যোক্তা প্রীত রেজা৷ এতে জিডিজি বাংলার কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করেন জিডিজি বাংলার উপদেষ্টা কাজী হাসান৷ সম্মেলন পরিচালনা করেন জিডিজি বাংলার কমিউনিটি ব্যবস্থাপক জাবেদ সুলতান৷ বক্তব্য দেন জিডিজি ঢাকার উপদেষ্টা আরিফ নেজামী ও উইমেন টেকমেকার্সের রাখসান্দা রুখাম।