আবারও শুরু হচ্ছে ‘মাই ই-কিডস ক্যাম্প’
- বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক
শিশু-কিশোরদের জন্য আবারও ঢাকায় ‘মাই ই-কিডস ক্যাম্প’-এর আয়োজন করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল। তৃতীয়বারের মতো অনুষ্ঠেয় এ প্রযুক্তি আয়োজন ২১ জুলাই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে শুরু হবে।
দুই দিনের এ ক্যাম্পে আইটি মেলা, ইন্টারনেট জোন, গেইমস কর্নার, প্রকল্প প্রদর্শনী, ভার্চুয়াল রিয়ালিটি শো, কম্পিউটার গেইমস, কুইজ, ছবি আঁকাসহ বিভিন্ন আয়োজন থাকবে। ১২টি বিভাগে এ ক্যাম্পে সর্বোচ্চ তিনটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ মিলবে। গতকাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিলনায়তন-৭১ এ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্যাম্প উদ্যাপন কমিটির আহ্বায়ক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ঊর্ধ্বতন ভাইস প্রিন্সিপাল রহিমা কে মির্জা রোজমেরী। বক্তব্য দেন বিদ্যালয়ের উপদেষ্টা ড. মাহামুদুল হাসান ও বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. তৌহিদ ভূঁইয়া। www.dis.edu.bd ও www.myekids.com ঠিকানায় নিবন্ধন করা যাবে।