উইন্ডোজে রিফ্রেশ অপশনে আসলে কি কাজ হয়?
- নাহিদ হাসান
উইন্ডোজের একটি বহু ব্যবহৃত ফিচার হল ‘’রিফ্রেশ’’, আর অনেকের ভুল ধারনা রয়েছে যে রিফ্রেশ দিলে কম্পিউটার রকেটের মতো ফাস্ট হয়ে যায়।
প্রায় সকল উইনডোজ ইউজারই উন্ডোজ অন করার পর একবার হলেও অন্ততপক্ষে রিফ্রেশ বাটনটি ক্লিক করবে। সেটা না হলে যেনো উইন্ডোজ ইউজারদের পেটের ভাত হজমই হয় না। আবার অনেক সময় উইন্ডোজ ইউজাররা ফাইল কপি করতে দিয়ে উইন্ডোজ এর রিফ্রেশ বাটন ক্লিক করতেই থাকে। আমরা অনেকে হয়তো ভেবে থাকি যে এতে আমাদের কম্পিউটার রকেটের মতো দ্রুত গতিতে ফাস্ট হয়ে যায়। আসলে আমরা এটা অনেকেই করে থাকি কারন আমাদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে। আর তা হলো আমরা মনে করি বারবার রিফ্রেশ দিলে কম্পিউটারে র্যাম ফাস্ট হয় এবং প্রসেসর এর মধ্যে বুস্ট আসে।
রিফ্রেশ দিলে আসলে কম্পিউটার কোন ভাবেই ফাস্ট হয় না। এটা পুরোপুরি একটি ভুল ধারণা। আসলে রিফ্রেশ বাটন ক্লিক করলে উইন্ডোজ ডেক্সটপের গ্রাফিক্স রিফ্রেশ হয় শুধু।
এটার কারণ হচ্ছে শুরুর দিকে উইন্ডোজের যে সব ভার্সন ছিল সেই গুলোতে আমরা মাউস দিয়ে কমান্ড দিতে পারতাম না। তখন আমাদের টাইপিং এর মাধ্যমে কমান্ড দিতে হতো। সাধারণত এই ভাবে কমান্ড দিয়ে অপারেট করতে হতো উইন্ডোজ ৯৫ ভার্সনগুলোতে।
উইন্ডোজ ৯৫ এর ভার্সন গুলতে জি ইউ আই (গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস) সেই সময়ে এই জি ইউ আই এতোটা পাওয়ারফুল ছিল না যে নিজে নিজেই রিফ্রেশ নিবে। মানে তখনকার সময়ে কোন ফোল্ডারে আমরা যদি নাম পরিবর্তন করতাম সেই নামটি পরিবর্তন করার পর অনেক সময় সেটা ডেস্কটপের স্ক্রিনে ঠিক মতো দেখা যেত না। আবার কোন ফোল্ডার বা ফাইল এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করলেও অনেক সময় মুভ হতো না।
কিন্তু বর্তমান সময়ে যে উইন্ডোজ এর ভাষণগুলো হয়েছে এগুলোর জি ইউ আই এতটাই পাওয়ারফুল যে একটু পরপর নিজে নিজেই অটোমেটিকালি রিফ্রেশ করতে থাকে। এর মানে হলো আমাদের আর রিফ্রেশ বাটন ক্লিক করতে হয় না। কিন্তু এখনো উইন্ডোজ তাদের রিফ্রেশ বাটন কেনো রেখেছে? এটার কারণ হলো অনেক সময় আমরা কোন ফোল্ডারের নাম চেঞ্জ করে থাকি কিন্তু দেখি সেটা ডেস্কটপে ভিজ্যুয়াল হয়নি। কারন সেটা ব্যাকগ্রাউন্ডে বাইনারিতে পরিবর্তন হয়েছে কিন্তু গ্রাফিক্যালি শো করেনি। তখন যদি আমার রিফ্রেশ ক্লিক করি তাহলে সেটা ঠিক মতো কাজ করে। অথবা ফাইল এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করেছি কিন্তু কোন কারণে হয়নি তখন রিফ্রেশ দিলে ঠিক মতো কাজ হয়ে যায় এবং এই কারনে ইউইন্ডোজ এখনো রিফ্রেশ বাটনকে রেখেছে। কিন্তু আমরা আমাদের অভ্যাসের কারণে রিফ্রেশ বাটন বারবার ক্লিক করি। এখন এটার দরকার হয়না। কারণ বর্তমানে উইন্ডোজ ভার্সনগুলোর জি ইউ আই অনেক শক্তিশালী যে এরা নিজেনিজেই অটো রিফ্রেশ করতে থাকে।
তাই কম্পিউটারে বর্তমানে বারবার রিফ্রেশ দিলে আমাদের কম্পিউটার রকেটের মতো ফাস্ট হবে না। কারো পেন্টিয়াম প্রসেসর কোনো ভাবেই কোর আই ৯ প্রসেসর হয়ে যাবে না অথবা ১ জিবি রামের কম্পিউটার ১৬ জিবি রাম হয়ে যাবে না বরং বারবার রিফ্রেশ দিলে কম্পিউটার কিন্তু একটু স্লো হয় কারণ রিফ্রেশ কমান্ড প্রসেসিং হতেও কিন্তু একটু সময় লাগে কম্পিউটারের।
তাই সকল উইন্ডোজ ইউজারদের বারবার রিফ্রেশ দেওয়ার অভ্যাস তাকে দূর করতে হবে। অবশ্য যদিও এটা খারাপ কিছু নয়।