বিজয়ী নেতাদের মৃত্যুহার বেশি
প্রযুক্তি ডেস্ক : দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হওয়ার লক্ষ্যেই রাজনীতিবিদরা রাজনীতি শুরু করেন। তবে যারা দেশের প্রধান হন তাদের অনেককে বিদায় নিতে হয় পৃথিবী থেকে। সম্প্রতি একটি গবেষণায় বলা হয়েছে, সরকারপ্রধান হিসেবে নির্বাচিত নেতারা অন্যদের তুলনায় কম দিন বাঁচেন!
হার্ভার্ড মেডিকেল স্কুলের হেলথ কেয়ার পলিসি বিভাগের সহযোগী অধ্যাপক ও গবেষক অনুপম জেনার নেতৃত্বে এই গবেষণা চালানো হয়। এই গবেষণায় ১৭২২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ১৭টি দেশের ২৭৯ জন নেতার মৃত্যুর সময়কে প্রাধান্য দেয়া হয়। ব্রিটিশ মেডিকেল জার্নালের বড়দিনের সংস্করণে গবেষণাটি প্রকাশ করা হয়েছে। যুক্তরাজ্যসহ অন্যান্য সংসদীয় গণতন্ত্রের দেশের ক্ষেত্রে গবেষকরা দেখতে পান, নির্বাচিত সরকারপ্রধানরা তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় গড়ে দুই বছর সাত মাস সময় কম বাঁচেন। অর্থাৎ পরাজিত প্রার্থীদের তুলনায় বিজয়ীদের মৃত্যুহার বেশি।