নিজে থেকেই মুছে যাবে ফেসবুকের বার্তা !
ফিচার ডেস্ক: ফেসবুকে বার্তা আদান প্রদানের ক্ষেত্রে নতুন ফিচার যোগ করেতে চলেছে। যা নিয়ে এতোমধ্যে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। এই ফিচারটির মাধ্যমে ফেসবুকে বার্তা পাঠানো হলে তা নির্দিষ্ট সময় পরে নিজে থেকেই মুছে যাবে। বার্তা সংস্থা এএফপিকে ফেসবুক কর্তৃপক্ষ জানান, স্ন্যাপচ্যাটের সঙ্গে প্রতিযোগিতা করতেই নতুন এই ফিচার যুক্ত করা হবে।
বার্তা সংস্থা এএফপিকে ফেসবুক কর্তৃপক্ষে আরও বলেছে, ফ্রান্সে আমরা এটি নিয়ে পরীক্ষা চালাচ্ছি। এই ফিচারটি যোগ করা হলে বার্তা পাঠানোর পর এক ঘণ্টার মধ্যে তা নিজে থেকেই মুছে যাবে। এছাড়াও এ ফিচারের মাধ্যমে আরও মজার কিছু সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
মেসেঞ্জারের অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে এটি পরীক্ষা করে দেখছে ফেসবুক। সফল হলে শিগগিরই অন্য দেশগুলোতে এটি চালু করা হবে।