ফেসবুক বহির্মুখীদের জন্য !
প্রযুক্তি ডেস্ক: সাম্প্রতিক এক গবেষণায় নিউজিল্যান্ডের গবেষকেরা দাবি করেছেন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট বহির্মুখী ব্যক্তিদের সঙ্গেই বেশি যায়।
গবেষণায় দেখা গেছে, অন্তর্মুখী ফেসবুক ব্যবহারকারী বন্ধুদের গ্রুপের মধ্যে একাকী বোধ করেন। বন্ধুরা ফেসবুকে যা করেন তা থেকে নিজেকে বিচ্ছিন্ন ভাবেন অন্তর্মুখী ব্যক্তি। অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের গবেষক সামান্থা স্ট্রোঞ্জ বলেন, অন্তর্মুখী ব্যক্তিরা ফেসবুকে খুব বেশি সক্রিয় নন বরং তারা এখানে এক ধরনের দর্শকের ভূমিকা পালন করেন। কিন্তু বহির্মুখী স্বভাবের ব্যক্তিরা ফেসবুক গ্রুপ হোক আর না হোক নিজেকে গ্রুপের সঙ্গে জড়িত করে ফেলেন। এ ছাড়া ব্যস্ত সামাজিক জীবনে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবেই ফেসবুক ব্যবহার করেন।
তিনি আরও বলেন, বর্হিমুখী ব্যক্তিরা ফেসবুকে বেশি বেশি স্ট্যাটাস আপডেট দেন ও মানুষকে বেশি বেশি বার্তা পাঠান।