পুরানো স্মৃতি মুছে দেবে গুগল!
প্রযুক্তি ডেস্ক: পুরানো প্রেমকে খুব সহজে কেউই ভুলতে পারে না। কেন জানি চোখের সামনে বারবার ভেসে ওঠে প্রিয় মানুষটির মুখ। বর্তমানে সমাজিক যোগাযোগ সাইটে যে কাউকে খুঁজে পাওয়া সম্ভব। আপনি যে মানুষটিকে ভুলে যেতে চাইছেন তার মুখটি হয়তো বারবার আপনার সামনে চলে আসছে। ছবি, স্ট্যাটাস, বন্ধুবান্ধবের ট্যাগিং এর কারণে আপনার সাবেক প্রিয় মানুষটি আপনার সামনে ভেসে উঠছে। ব্যাপারটি আপনার জন্য বেশ বেদনাদায়ক আবার কষ্টকর।তবে এই দিন শেষ হয়ে যাচ্ছে! আপনার সমষ্যার সমাধনে এগিয়ে এসেছে টেক জায়ান্ট গুগল।
আপনার জন্য কষ্টকর মুহুর্তগুলো আপনার সামনে থেকে ‘অদৃশ্য’ করে দেওয়ার ঘোষণা দিয়েছে গুগল! গুগল শক্তিশালী একটি ‘ফেস রিকগনিশন’ বা মুখাবয়ব চিহ্নিত করার প্রযুক্তি উদ্ভাবন করেছে । এর মাধ্যমে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা মানুষকে আপনার অ্যাকাউন্টে কখনোই দেখানো হবে না।এ সুবিধা পেতে হলে গুগল পিকচার্সের ‘রি-ডিসকভার’ অ্যাপ ব্যবহার করতে হবে আপনাকে। মজার ব্যাপার হল আপনাকে যদি ট্যাগিংয়ের মাধ্যমে যুক্ত করা হয় তাহলেও আপনাকে সেই মানুষটির চেহারা আর কখনোই দেখাবে না গুগল।
গুগলের নতুন এই অ্যাপটির জন্য আপনাকে কারো ছবি ডিলিট করতে হবে না। অ্যাপটি নিজেই এ বিষয়টি নিয়ে স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে এবং পুরানো মানুষটির স্মৃতি সরিয়ে রাখবে আপনার ব্যবহার করা সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে।