ইউটিউব কিডস
প্রযুক্তি ডেস্ক: ছোট-বড় সকলেই এখন ইন্টারনেট আসক্ত। বাদ নেই শিশুরাও।তাই বাবা-মায়ের চিন্তার বড় কারণ হয়ে দাড়িয়েছে তাদের সন্তানরা। তাদের চিন্তার মুলে রয়েছে ইউটিউব। কারণ ইউটিউবের বিশাল ভিডিও ভাণ্ডারে ভাল-খারাপ সবকিছুই উপস্থিথ। শুধু একবার ক্লিক করলেই সব হাজির। বাচ্চারা ইউটিউবে কি দেখছে! তাদের উপযোগী কিছু নাকি অন্যকিছু? এসব নিয়ে চিন্তার শেষ নেই অভিভাবকদের।
তবে এবার একটু হলেও স্বস্তির নিশ্বাস ফেলতে পারেন অস্ট্রেলিয়ার অভিভাবকরা । চলতি সপ্তাহে সে দেশে ‘ইউটিউব কিডস’ নামে একটি অ্যাপ উন্মুক্ত করা হয়েছে। আর এটি তৈরি করা হয়েছে শিশুতোষ সব অয়োজনে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল তাদের প্রতিবেদনে এ তথ্যই দিয়েছে।
‘ইউটিউব কিডস’-এ শুধুমাত্র শিশুদের উপযুক্ত ভিডিও দেখা যাবে। আর এটি আইওএস ও অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত ডিভাইসে চলবে। তাই এটি বর্তমানে গুগল প্লে ও অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করে নেওয়া যাবে।
ম্যাশেবল তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করে, এখন পর্যন্ত অ্যাপটি সারা বিশ্বে এক কোটির বেশিবার ডাউনলোড করা হয়েছে। এই অ্যাপের কন্টেন্ট ‘শোজ,’ ‘মিউজিক,’ ‘লার্নিং’ ও ‘এক্সপ্লোর নামক চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
‘ইউটিউব কিড’ তৈরিতে পাঁচ বছরের ছোট বয়সী বাচ্চাদের কথাও চিন্তা করা হয়েছে। এখন দেখার বিষয় এটি কতটুকু সফল হয়।