ফেসবুক অফিসে হামলা
প্রযুক্তি ডেস্ক : প্রায় দুই মাসের ব্যবধানে আবারো ফেসবুক কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটলো। ইসরায়েলের পর এবার জার্মানিতে হামলার শিকার হয়েছে ফেসবুক কার্যালয়। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, জার্মানির হামবুর্গ শহরে অবস্থিত ফেসবুক কার্যালয়ে সম্প্রতি ১৫-২০ জনের একটি দল এ হামলা চালায়। হামলায় কার্যালয়ের মূল ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলাকারীরা কার্যালয়ের দেয়ালে কালি দিয়ে ‘ফেসবুক ডিজলাইক’ লিখেছে।
ধারণা করা হচ্ছে, সামাজিক যোগাযোগ সাইটটিতে করা বিভিন্ন সাম্প্রদায়িক মন্তব্য মুছে না দেওয়ায় এ হামলা চালানো হয়েছে। জার্মানিতে শরণার্থীদের আশ্রয় দে্ওয়ার সিদ্ধান্তের পর দেশটির অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় বিভিন্ন সাম্প্রদায়িক মন্তব্য করতে শুরু করেছেন। মন্তব্যগুলো মুছে দিতে জার্মান কর্তৃপক্ষ অনুরোধ জানালেও তা করেনি ফেসবুক।
এর আগে এ বছরের অক্টোবরে ইসরায়েলের রাজধানী তেল আবিবে দেশটিতে ফেসবুকের অফিসে ভাঙচুর চালিয়েছিল বিক্ষুব্ধ জনতা। ইহুদি ও ইসরায়েলিদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেয়- এমন সব পেজ বা পোস্ট মুছে না দেওয়ার প্রতিবাদে হামলা চালানো হয়েছিল।