পাসওয়ার্ড লাগবে না জিমেইলে
প্রযুক্তি ডেস্ক : জিমেইল ব্যবহারকারীদের জন্য সুখবর হচ্ছে, জিমেইল ব্যবহারে আর পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে না । গুগল তাদের জিমেইল, ইউটিউবসহ অন্যান্য অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়ে প্রবেশের ঝামেলা থেকে ব্যবহারকারীদের মুক্তি দিতে যাচ্ছে। মোবাইল ব্যবহারকারীরা খুব শিগগির এ সুবিধা পাবে বলে জানা গেছে।
গুগলের একজন মুখপাত্র বলেন, ‘জিমেইল, ইউটিউবসহ গুগলের বিভিন্ন অ্যাকাউন্টে লগ-ইনের ক্ষেত্রে আমরা খুব শিগগির ব্যবহারকারীদেরকে পাসওয়ার্ড মুক্ত সেবা দিতে যাচ্ছি। ইতিমধ্যে এ সেবাটি পরীক্ষামূলক ব্যবহার শুরু করা হয়েছে।’
তবে গুগল অ্যাকাউন্টে প্রবেশের ক্ষেত্রে গুগল নিজেই ব্যবহারকারীদেরকে একটি দুই ডিজিটের কোড প্রদর্শন করবে এবং সেই কোড দিয়েই লগ-ইন করা যাবে গুগলের অ্যাকাউন্টে। ফলে পাসওয়ার্ড মনে রাখার ঝামেলায় আর পড়তে হবে না। পুরো প্রক্রিয়াটি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করেনি গুগল।