১৩টি অ্যাপ সরিয়ে নিল প্লেস্টোর
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : গুগলের অ্যানড্রয়েড মার্কেট প্লেস ‘গুগল প্লেস্টোর’ থেকে ১৩টি অ্যাপ্লিকেশন সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে এসব অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছে। অ্যাপগুলোর ব্যাপারে মিথ্যা রেটিং ও রিভিউ প্রকাশ করা হচ্ছিল, এতে ব্যবহারকারীরা প্রতারণার শিকার হচ্ছিলেন। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডস।
সরিয়ে নেওয়া ১৩টি অ্যাপ হচ্ছে
১. কেক ব্লাস্ট
২. জাম্প প্ল্যানেট
৩. হানি কম্ব
৪. ক্রেজি ব্লক
৫. ক্রেজি জেলি
৬. টিনি পাজল
৭. নিনজা হুক
৮. পিগি জাম্প
৯. জাস্ট ফায়ার
১০. ইট বাবল
১১. হিট প্ল্যানেট
১২. কেক টাওয়ার
১৩. ড্র্যাগ বক্স