ফেসবুকের বেতন তালিকা
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি গ্লাসডোর প্রকাশ করেছে ফেসবুকের বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন তালিকা। সে তালিকা দেখে সাধারণ চাকরিজীবীদের চোখ কিন্তু সত্যিই কপালে উঠতে পারে।
কিন্তু সবচাইতে অবাক হওয়ার বিষয়টি হলো, ফেসবুক মালিক মার্ক জুকারবার্গের বেতন বছরে মাত্র ১ ডলার। যদিও ফেসবুকে তার ব্যক্তিগত শেয়ার রয়েছে ২৮ শতাংশ।
তাহলে জেনে নেয়া যাক ফেসবুক কর্মকর্তাদের মূল বেতন ও বোনাস নিয়ে বছরে তাদের আয়ের হিসেব।
১. ফেসবুক ইঞ্জিনিয়ারিং ম্যানেজার : ২ কোটি ৩৩ লক্ষ ৫০ হাজার টাকা (২ লাখ ৫২ হাজার পাউন্ড)
২. ফেসবুক সফটওয়্যার ইঞ্জিনিয়ার: ১ কোটি ৫৯ লক্ষ টাকা (১ লাখ ৭১ হাজার পাউন্ড)
৩. ফেসবুক সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার: ১ কোটি ২৯ লক্ষ ৭৬ হাজার টাকা (১ লাখ ৪০ হাজার পাউন্ড)
৪. ফেসবুক সফটওয়্যার ইঞ্জিনিয়ার (চতুর্থ গ্রেড): ১ কোটি ২৮ লক্ষ ৯১ হাজার টাকা (১ লাখ ৩৯ হাজার পাউন্ড)
৫. ফেসবুক প্রোডাক্ট ম্যানেজার : ১ কোটি ১৯ লক্ষ ৬৫ হাজার টাকা ( ১ লাখ ২৯ হাজার পাউন্ড)
৬. ফেসবুক ডেটা/ তথ্য সায়েন্টিস্ট: ১ কোটি ১৪ লক্ষ ২ হাজার টাকা (১ লাখ ২৩ হাজার পাউন্ড)
৭. ফেসবুক সফটওয়্যার ইঞ্জিনিয়ার: ১ কোটি ১২ লক্ষ ৫৮ হাজার টাকা (১ লাখ ২১ হাজার পাউন্ড)
৮. ফেসবুক টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার: ১ কোটি ৭ লক্ষ ৭৯ হাজার টাকা ( ১ লাখ ১৬ হাজার পাউন্ড)
৯. ফেসবুক রিসার্চ সায়েন্টিস্ট: ১ কোটি ৬ লক্ষ ২ হাজার টাকা (১ লাখ ১৪ হাজার পাউন্ড)।
১০. ফেসবুক সফটওয়্যার ইঞ্জিনিয়ার (গ্রেড ৩): ১ কোটি ৫ লক্ষ ২ হাজার টাকা (১ লাখ ১৩ হাজার পাউন্ড)
১১. ফেসবুক নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার : ৯৮ লক্ষ ৩২ হাজার টাকা ( ১ লাখ ৬ হাজার পাউন্ড)
১২. ফেসবুক ডাটা/ তথ্য ইঞ্জিনিয়ার : ৯০ লক্ষ ২১ হাজার টাকা ( ৯৭ হাজার পাউন্ড)
১৩. ফেসবুক ইউজার ইন্টারফেস ইঞ্জিনিয়ার: ৯০ লক্ষ ৬ হাজার টাকা (৯৭ হাজার পাউন্ড)
১৪. ফেসবুক প্রোডাক্ট ইঞ্জিনিয়ার : ৮১ লক্ষ ৩৬ হাজার টাকা ( ৮৭ হাজার পাউন্ড)
১৫. ফেসবুক প্রোডাক্ট/ পণ্য বিশ্লেষক : ৭২ লক্ষ ৯৭ হাজার টাকা (৭৮ হাজার পাউন্ড)
সংবাদ: গ্লাসডোর।