কেমন হবে প্রোফাইলের ছবি
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : চাকরি খুঁজছেন? আপনার ফেসবুকের প্রোফাইল ছবিটি কিন্তু সুন্দর হওয়া চাই। ফেসবুকের প্রোফাইলে ভালো ছবি দিলে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে বলে মনে করছেন গবেষকেরা। বেলজিয়ামের গবেষকেরা চাকরি পাওয়ার সঙ্গে ফেসবুকের ছবির সম্পর্ক নিয়ে একটি গবেষণা করেছেন।
গেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলেন, চাকরি পাওয়ার ক্ষেত্রে জীবনবৃত্তান্তের সঙ্গে যুক্ত করা ছবিটির গুরুত্ব যত, ফেসবুকের প্রোফাইলে দেওয়া ছবিটির গুরুত্বও তত। যাঁরা কম শিক্ষিত, তাঁদের তুলনায় যাঁরা অধিক শিক্ষিত তাঁদের ফেসবুক বেশি ঘেঁটে দেখা হয়।
গবেষকেরা বলেন, চাকরির জন্য যখন প্রার্থী বাছাই করা হয়, তখন নিয়োগদাতার হাতে প্রাথমিকভাবে নির্বাচনের জন্য খুব কম তথ্য থাকে। এখন কোনো ব্যক্তি সম্পর্কে জানার অন্যতম উৎস হচ্ছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট।
গবেষকেরা বলেন, ফেসবুকে যাঁরা ভালো ছবি দেন, তাঁরা চাকরির ক্ষেত্রে ২১ ভাগ ইতিবাচক সাড়া পান। ফেসবুকের ছবি পছন্দ হলে তৎক্ষণাৎ সাক্ষাৎকারের জন্য ডাকার হার ৪০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। তথ্যসূত্র: আইএএনএস।