ফেসবুক ম্যাসেঞ্জারে ভিডিও কল সুবিধা
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরাও এখন থেকে বিনামূল্যে ম্যাসেঞ্জারে ভয়েস ও ভিডিও কল করার সুবিধা পাবে। অন্যান্য কয়েকটি দেশের মতো বাংলাদেশেও এই সেবা উন্মুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
এর আগে মাত্র ১৮টি দেশ এ ফিচারটি ব্যবহারের সুযোগ পেয়েছিল। বেশ আগে থেকেই ম্যাসেঞ্জার অ্যাপে এই ফিচারটি যুক্ত থাকলেও তা বাংলাদেশের জন্য উন্মুক্ত ছিল না। বর্তমানে বাংলাদেশের ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা এ সুবিধা পেতে যাচ্ছেন।
ফেসবুক কর্তৃপক্ষ বলছে, বিশ্বের প্রায় সব দেশেই ভিডিও কল করার সুবিধা খুলে দেওয়া হয়েছে। বর্তমানে ৬০ কোটি মানুষ ফেসবুকের ম্যাসেঞ্জার ব্যবহার করছেন।