জিমেইলের নতুন সেবা

জিমেইলের নতুন সেবা

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের জন্য নতুন সেবা দিচ্ছে জিমেইল। এই সেবার মাধ্যমে হটমেইল বা ইয়াহু মেইল ব্যবহারকারীরাও জিমেইল ব্যবহারের সুযোগ পাবে। গুগলের এই নতুন সেবাটির নাম জিমেলিফাই।

গুগল জানিয়েছে, ইয়াহু, হটমেইল বা আউটলুক ব্যবহারকারীরা তাদের ইনবক্সকে জিমেলিফাই করতে পারবেন। তবে এটি এখন পর্যন্ত শুধু অ্যান্ড্রয়েড ফোনেই ব্যবহার করা যাচ্ছে। জিমেলিফাইয়ের অন্যতম প্রধান সুবিধা হচ্ছে এটি ব্যবহারকারীদের উন্নত মেইল সেবা প্রদান করবে।

জিমেলিফাই করার উপায়:  এজন্য প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে জিমেইল অ্যাপ ডাউনলোড করে তাতে ব্যক্তিগত ই-মেইল ঠিকানা দিতে হবে। এরপর জিমেইল অ্যাপটি চালু হলে করলে ওপরের কোনায় হামবার্গার মেনু দেখা যাবে। তারপর সেখান থেকে সেটিংসে গিয়ে জিমেইলের সঙ্গে যুক্ত করতে হবে। favicon594

Sharing is caring!

Leave a Comment