বিদায় পিকাসা
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় ফটো এডিটিং টুল পিকাসার অনলাইন সেবা বন্ধ করে দিচ্ছে গুগল। মূলত গুগলের নতুন ফটো এডিটর ‘গুগল ফটোজ’ কে জনপ্রিয় করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে গুগল ইনকরপোরেটেড।
প্রযুক্ত বিষয়ক ম্যাগাজিন টেকক্রাঞ্চ জানায়, ১৫ মার্চ পিকাসার সেবা বন্ধ করে দেওয়া হবে এবং পিকাসাতে ছবি, ভিডিও ও অ্যালবাম আপলোড করা হলে তা স্বয়ংক্রিয়ভাবে গুগল ফটোজে চলে যাবে।
গুগল ফটোজে ২০ গিগাবাইট ফটো স্টোরেজ থাকবে। এছাড়া পিকাসার চেয়ে উন্নত ফটো এডিটিং সফটওয়্যার এটি বলে জানিয়েছে গুগল ।