বদলে যাচ্ছে ইনস্টাগ্রাম
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
বদলে যাচ্ছে ইনস্টাগ্রামের চেহারা।অনেকটা ফেসবুকের মতো হয়ে যাচ্ছে ইনস্টাগ্রাম। ফিডে পরিবর্তন আনছে তারা। তাছাড়া ইনস্টাগ্রামের মালিকানা এখন ফেসবুকের হাতেই।
এখন থেকে প্রয়োজনীয় বিষয়গুলোই ইনস্টাগ্রাম। কারণ অ্যাপটিতে এত বেশি ছবি ও ভিডিও জমা হয়ে যায় যে, কর্তৃপক্ষকে তা সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। তাছাড়া ব্যবহারকারীদেরও বিরক্তি বাড়াচ্ছে অপ্রয়োজনীয় এসব ছবি ও ভিডিও।
ইনস্টাগ্রামের ব্লগপোস্টে বলা হয়েছে, এখন থেকে ব্যবহারকারীদের পছন্দের কনটেন্ট থাকবে সামনের দিকে। আর এসব পছন্দক্রম নির্বাচিত করা হবে ব্যবহারকারীদের বিভিন্ন পোস্ট ও অন্যান্য ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে ইনস্টাগ্রাম থেকে পুরনো কোনো তথ্য, ছবি বা ভিডিও সরানো হবে না।ব্যবহারকারীদের আগের সব পোস্টই থাকবে, শুধু তাদের পছন্দ অনুযায়ী ফিড সাজানো হবে নতুন করে। মেশিন-লার্নিং প্রযুক্তি ব্যবহার করে এই নতুন ক্রম সাজাবে ইনস্টাগ্রাম।