ফেক আইডি শনাক্ত করবে ফেসবুকের নতুন ফিচার
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক :
ফেসবুকে একটা বড় সমস্যার নাম ফেক আইডি। এটা অনেক সময় কারো কারো জন্য ভোগান্তির কারণ হতে পারে।
এজন্য ফেসবুক কর্তৃপক্ষ একটি নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে। বর্তমানে এটির পরীক্ষামূলক কাজ চলছে। নতুন এই ফিচারটি ফেক অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে অ্যালার্ট মেসেজ দেবে। যদি কেউ অন্যের নামে বা অন্যের প্রোফাইলের কনটেন্ট ব্যবহার করে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে, তাহলে ফেসবুক কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে তা শনাক্ত করে, সংশিষ্ট ব্যাক্তিকে অ্যালার্ট মেসেজ পাঠাবে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে খুব দ্রুত ফেসবুক ব্যবহারকারীরা নতুন এই ফিচার ব্যবহার করতে পারবেন।
ফেসবুকের এই নতুন ফিচারটি মূলত ব্যবহারকারীদের নিরাপদ রাখতেই চালু করা হচ্ছে।