উইন্ডোজ টেনের নতুন ইউনিভার্সাল অ্যাপ
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
সব রকমের ডিভাইসে উন্মুক্ত করা হয়েছে উইন্ডোজ টেন। ব্যবহারকারীদের আরো ভাল সেবা দিতে মাইক্রোসফটের লক্ষ্য ছিল উইন্ডোজ টেনের জন্য ইউনিভার্সাল অ্যাপ তৈরি করা। তা অনুযায়ী উইন্ডোজ টেনের তালিকায় যুক্ত হচ্ছে তিনটি অ্যাপ।
মাইক্রোসফট ঘোষণা দিয়েছে, খুব শিগগির উইন্ডোজ টেন ব্যবহারকারীরা হাতে পেতে যাচ্ছেন ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের ইউনিভার্সাল অ্যাপ। গত বুধবার সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত মাইক্রোসফটের ডেভেলপার সম্মেলন ‘বিল্ড ২০১৬’-তে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ : ম্যাশেবল।