ফেসবুকে যুক্ত হচ্ছে ভিডিও ট্যাগিং
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যার নিয়ে কাজ করছে ফেসবুক। আর এর মাধ্যমে ভিডিও থেকেও মানুষ চিহ্নিত করা যাবে। এই প্রযুক্তিতে ভিডিও দেখে ব্যক্তির নাম বলে দেবে ফেসবুক। সংবাদ : ম্যাশেবল।
ফেসবুকের অ্যাপ্লাইড মেশিন লার্নিংয়ের পরিচালক জোয়াকুইন কুইনোনেরো কানডেলা তথ্য ও প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন ম্যাশেবলকে এ তথ্য জানান। তিনি বলেন, ফেসবুকে ভিডিও ট্যাগিং ফিচার যুক্ত করা হবে। যা যে কোনো ব্যাক্তিকে আমাদের চিনতে সহায়তা করবে। তিনি আরো বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যারটি ভিডিও দেখে সময় এবং জায়গাও শনাক্ত করতে পারবে।
অবশ্য ফেসবুকে মানুষের মুখ চেনার একটি শক্তিশালী একটি প্রযুক্তি রয়েছে। তবে যোগাযোগ মাধ্যমের নতুন এক প্রযুক্তি ভিডিও ট্যাগিং।
ম্যাশেবল তাদের প্রতিবেদনে আরো উল্লেখ করে, পরবর্তীতে স্বয়ংক্রিয় ভিডিও ক্যাপশন প্রযুক্তিও যুক্ত করবে ফেসবুক।