১০০ কোটি ছাড়ালো গুগল ক্রমের ব্যবহারকারী
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
গেল সপ্তাহে গুগল ক্রমের ৫০তম সংস্করণ প্রকাশ করেছে গুগল। গুগলের ওয়েব ব্রাউজারের নাম হল গুগল ক্রম। এটি পিসি এবং মোবাইল দুই ধরনের ব্যবহারকারীর কাছেই সমানভাবে জনপ্রিয়। বর্তমানে গুগল ক্রমের ব্যবহারকারী ১০০ কোটি ছাড়িয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
গুগল ক্রোমের প্রোডাক্ট লিড রাহুল রায় চৌধুরী এক ব্লগপোস্টে লিখেছেন, দিন দিন জনপ্রিয়তা বাড়ছে গুগল ক্রমের। এখন প্রতিমাসে মোবাইলে ১০০ কোটি ব্যবহারকারী নিয়মিতভাবে গুগল ক্রম ব্যবহার করেন। গুগলের অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোরও ১০০ কোটি ব্যবহারকারী রয়েছে বলে তিনি জানান।
গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই তার টুইটের মাধ্যমে গুগল ক্রমের ৫০তম সংস্করণের আত্নপ্রকাশ এবং মাসিক ১০০ কোটি ব্যবহারকারীর ব্যাপার দুটি নিশ্চিত করেন। পিসির ক্ষেত্রে গত মে মাসে ১০০ কোটি ব্যবহারকারী ছাড়িয়েছিল গুগল ক্রম। তবে এবার মোবাইল ফোনেও গুগল ক্রমের ১০০ কোটি ব্যবহারকারী ছাড়িয়েছে।
অ্যানড্রয়েড চালিত স্মার্টফোনের জন্য গুগল ক্রমের ৫০তম সংস্করণ উন্মুক্ত করা হয়। আর এই সংস্করণটিতে বিটা ভার্সন যুক্ত করা হয়েছে। গুগলের সিনিয়র ডিজাইনার সেবাস্টিয়ান গ্যাব্রিয়েল এক ব্লগপোস্টের মাধ্যমে জানান, ‘ডেস্কটপের জন্য আমরা নতুন করে ক্রোমের ডিজাইন করেছি।’ গুগল ২০০৮ সালে সর্বপ্রথম গুগল ক্রম উন্মুক্ত করে।