ফেসবুক দেবে টাকা আয়ের সুযোগ
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
ফেসবুকের কল্যাণে আপনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এবার আপনার এই জনপ্রিয়তাকে পুঁজি করে ফেসবুক থেকে অর্থ আয়ের সুযোগ পাবেন আপনি। খুব দ্রুত এমন একটি ফিচার যুক্ত করতে যাচ্ছে ফেসবুক।
তবে এই সুযোটি পাবে শুধুমাত্র ফেসবুকের ভেরিফায়েড ব্যবহারকারীরা। সম্প্রকি ফেসবুক একটি জরিপ চালায়। সেই জরিপ শেষে এমন একটি ফিচার যুক্ত করার ইঙ্গিত দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
আইএএনএসের তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, ফেসবুকের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে যে পোস্ট দেওয়া হবে, ওই পোস্টের সাথে ব্যবহারকারী একটি ‘টিপ জার’ যুক্ত করতে পারবেন। যে জারটিতে পাঠকরা অর্থ দান করতে পারবে এবং পোস্টকারী পাঠকদের কাছে ওই টিপ জারে অর্থ দান করার কথা শেয়ার করতে পারবে।
তবে সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি আপাতত বৈধ করবে না ফেসবুক। তবে পরবর্তীতে সবার জন্য উন্মুক্ত করা হতে পারে বলে জানিয়েছে আইএএনএস। ফেসবুকের এই ফিচারটি অনেকটাই ইউটিউবে ভিডিও পোস্টের মতো হবে।
ফেসবুক কর্তৃপক্ষ বলছে, এই ফিচারটি নিয়ে ভাবা হচ্ছে। এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বর্তমানে সবার কাছ থেকে প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হচ্ছে।