হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ভিডিও কলিং ফিচার

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ভিডিও কলিং ফিচার

  • বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক 

মেসেজিং-এর জন্য জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ। ফেসবুকের মালিকানাধীন এই অ্যাপটির জনপ্রিয়তা দিন দিন রেড়েই চলেছে। বর্তমানে প্রতি মাসে প্রায় ১০০ কোটিরও বেশি মানুষ এই অ্যাপটি ব্যবহার করে থাকেন।

তাই ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ফিচার যোগ করা হচ্ছে অ্যাপটিতে। এইতো বেশ কিছুদিন আগেই শোনা গিয়েছিল খুব শিগগির ভয়েস মেইল, কল ব্যাক এবং জিপ ফাইল শেয়ারিং সুবিধা চালু হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপে। তবে এবার ফাঁস হয়েছে নতুন আর একটি চমকপ্রদ তথ্য। এই তথ্য থেকে জানা গেছে ভিডিও কলিং সুবিধা চালু করবে হোয়াটসঅ্যাপ। আর এই তথ্যটি ফাঁস করেছে ফোন রাডার।

ওই তথ্য থেকে আরো জনা গেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এটির পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে এবং তা কিছুদিন পরেই ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। বিশ্লেষকদের ধারণা হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং ফিচার যুক্ত হলে স্কাইপ জনপ্রিয়তা হারাতে পারে। favicon59

Sharing is caring!

Leave a Comment