সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচ
- কুদরত ই খুদা হৃদয়
বাংলাদেশের বিভিন্ন জেলায় যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে গ্রাম-বাংলার চিরপরিচিত ও জনপ্রিয় ঐতিহ্য নৌকাবাইচ। এর মধ্যে, সিরাজগঞ্জের মানুষ নৌকাবাইচের স্মৃতিকে আজও অন্তরে ধারণ করে আছে।
যমুনা নদীর তীরে অবস্থিত এই জেলাটিতে বেশ বিখ্যাত ও জনপ্রিয় এই নৌকাবাইচ। বহু বছর ধরে সিরাজগঞ্জের বিভিন্ন ছোট ছোট নদী সহ যমুনা নদীতে আয়োজন করা হয় প্রতিযোগিতাটি।
স্থানীয়দের বক্তব্য, নতুন প্রজন্মকে গ্রাম বাংলার ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই আয়োজন করা হয় এ নৌকাবাইচের। এই ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় দর্শকদের মাঝে।
যমুনার উত্তাল ঢেউয়ের সঙ্গে ছলাৎ ছলাৎ শব্দ আর বিভিন্ন বাদ্যের তালে তাল মিলিয়ে এগিয়ে চলে একেকটি নৌকা। এ সময় নদীর তীরে ও নদীতে নৌকা নিয়ে দাঁড়িয়ে বিপুল সংখ্যক দর্শক উপভোগ করে এই নৌকাবাইচ। নৌকাবাইচ দেখতে আসা নারী-পুরুষের পদচারণায় উৎসবের তীর্থভূমিতে পরিণত হয় যমুনার তীর। একান্তই যারা দেখার জায়গা পায়না, তাদের অনেকে গাছের ডালে বসেই উপভোগ করেন এই বাইচ প্রতিযোগিতা। বিভিন্ন জেলা থেকে আসা নৌকা অংশ নেয় নৌকা বাইচ প্রতিযোগিতাটিতে।
প্রসঙ্গত, করোনা মহামারির কারণে গত দু’বছরে এই আয়োজনটি বন্ধ থাকলেও, এবছর ঈদের পর মাঝারি পরিসরে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের পুরান শৈলাবাড়ী গ্রামে আয়োজন করা হয়েছিল নৌকা বাইচ প্রতিযোগিতার। নানা বিধিনিষেধ থাকলেও সংস্কৃতিপ্রেমী মানুষের ঢলে মুখরিত হয়েছিল সিরাজগঞ্জ, প্রাণ ফিরে পেয়েছিল যমুনা।
প্রতিবেদকঃ শিক্ষার্থী, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি