১০ অভ্যাসে লাখপতি

১০ অভ্যাসে লাখপতি

সাবরিনা তাবাসসুম : ড্যানিয়েল এ্যালাই একজন আন্তর্জাতিক পর্যায়ের ব্যবসা-বিশেষজ্ঞ। ২১ বছর বয়সে তিনি উপলব্ধি করেন, যদি নিজের কিছু অভ্যাস বদলে ফেলতে পারেন তাহলে সেই অভ্যাসগুলোই তাকে আমূল বদলে দেবে। কোন কোন অভ্যাস বদলে ফেলেছিলেন ড্যানিয়েল? চলুন দেখে নেওয়া যাক।


p61১. সহজ ভাষায় মনের ভাব প্রকাশ

কতটুকু সফলতার সাথে আপনি আপনার বার্তা ছড়িয়ে দিতে পারছেন? লাখপতিরা জানেন, কীভাবে তারা সহজতর উপায়ে তাদের বার্তা সবার মাঝে পৌছাতে পারবেন। তারা স্পষ্টভাবে নিজেদের মত প্রকাশ করেন এবং তাদের কথার মাঝে রয়েছে গভীর অর্থ। অনেকেই নিজের যোগাযোগ করার দক্ষতা বৃদ্ধি করতে আগ্রহী নন এবং অন্যের দেখানো পথ বা আচরণ মেনে চলেন আলসেমি করে। কিন্তু একজন সফল লাখপতির বৈশিষ্ট্য হলো তিনি সব সময় কঠোর পরিশ্রম করতে থাকেন তার যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য। একই সাথে তারা চেষ্টা করে যান সহজভাবে তাদের বার্তা মৌখিক অথবা লিখিতভাবে সবার কাছে পৌছে দিতে।

২. পুরাতনকে বর্জন

নতুন কিছু শুরু করা অথবা গ্রহণ করার আগে চেষ্টা করুন পুরাতনকে ছেড়ে দিতে। যদি আপনি একটি নতুন বাড়ি কিংবা গাড়ি কিনতে চান তাহলে তার আগে পুরাতনগুলোকে বর্জন করুন তারপর নতুনের খোঁজ করুন। সুন্দর মানসিকতা অর্জন করতে চাইলে আগে নিজের নেতিবাচক মানসিকতা থেকে বের হয়ে আসুন। নেতিবাচক অভ্যাসগুলোর বদলে ভালো অভ্যাস গড়ে তুলুন। খাবারের মাঝে নিয়ে আসুন নতুনত্ব।

৩. প্রতিদিনের লক্ষ্য

প্রতিদিন ড্যানিয়েল একটি কাগজে তার লক্ষ্য লিখে রাখেন। এই অভ্যাস তাকে অনুপ্রেরণা দেয় এবং তার মতে তিনি সারা জীবন চেষ্টা করবেন এই অভ্যাস ধরে রাখার। অর্থনৈতিক বিশ্লেষণ, সাপ্তাহিক কাজের পরিকল্পনা, নিজের জগৎকে নতুনভাবে সাজানোর ক্ষেত্রে বা অন্য যে কোনো কাজই করতে চাননা কেন, দৈনন্দিন লক্ষ্য নির্ধারণ করার অভ্যাস আপনাকে আপনার প্রতিটি কাজের জন্য অনুপ্রেরণা যোগাবে।

৪. সামঞ্জস্যতা

যা করার কথা চিন্তা করবেন তা অবশ্যই বাস্তবায়নের চেষ্টা করবেন। এমন অনেক সময় আসবে যখন আপনাকে বলা হবে নিজস্ব সততা, নীতিমালা বিসর্জন দিয়ে ব্যবসার লক্ষ্য অর্জন করার জন্য। কিন্তু আপনি কখনই তা হতে দিবেন না। আপনার ব্যক্তিগত এবং পেশাদারী জীবনের মধ্যে সামঞ্জস্যতা বজায় রেখে চলুন।

৫. সিদ্ধান্ত গ্রহণ

যত বেশি সিদ্ধান্ত নিবেন তত বেশি সফলতা অর্জন করবেন। কেউ এক দিনে ১২ টা সিদ্ধান্ত নিতে পারেন আবার কেউ কেউ ১০০ টি সিদ্ধান্ত নিতে পারেন। যিনি সবচেয়ে বেশি সিদ্ধান্ত নেন তিনি জয়ী হন। এমনকি তাঁর বেশির ভাগ সিদ্ধান্ত সফল না হলেও তিনি এক সময় জয়ী হবেন। বেশির ভাগ মানুষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন না ভয় পেয়ে। ফলে তারা তাদের আশ-পাশের সুবিধা গুলোকে কাজে লাগাতে পারেন না। তাই সবসময় সিদ্ধান্ত নিন সেটার ফলাফল যাই হোক না কেন। এক সময় আপনি আপনার সঠিক উত্তরটি ঠিকই পেয়ে যাবেন।

৬. জানার ইচ্ছা

যারা নিজেদের সবজান্তা মনে করেন, তাদের এই ধারণা তাদের জ্ঞান অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ায়। জীবনে সফল হতে চাইলে কখনো আপনার প্রশ্নের উত্তর খুঁজেই থেমে থাকবেন না, বরং সেই উত্তরের সঠিকতা নিয়ে প্রশ্ন তুলুন। ভলতেয়ার বলেছেন, ‘একজন মানুষ সম্পর্কে ধারণা করা যায় তার প্রশ্নের মাধ্যমে, উত্তরের মাধ্যমে নয়।’

৭. সময়ের সঠিক ব্যবহার

একটি ছোট্টগল্পের মাধ্যমে এই অংশটি বর্ণনা করা যাতে পারে। একবার একজন পিয়ানোবাদকের দক্ষতায় মুগ্ধ হয়ে এক নারী বললেন যে তিনি এরকম দক্ষতার সাথে পিয়ানো বাজানো শেখার জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত। উত্তরে সেই পিয়ানোবাদক বলেছিলেন, যে কোনো মূল্য দিয়ে এই বিদ্যা অর্জন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন প্রচুর সময়। যত আপনি নিজেকে সময় দিয়ে অনুশীলন করবেন ততই আপনি সেই বিষয়ে পণ্ডিত হয়ে উঠবেন।

৮. নিজেকে আদর্শরূপে গড়ে তুলুন

খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করুন। নেশা বা তামাক জাতীয় দ্রব্য পরিহার করুন। এগুলো ছেড়ে দেওয়ার ফলে আপনার কথাবার্তা আচার আচরণে ফুটে উঠবে আত্মবিশ্বাস। সপ্তাহে ৪/৫ দিন ব্যায়াম করার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে নিজেকে করে তুলুন সুস্বাস্থ্যের অধিকারী এবং আকর্ষনীয়। আপনি প্রতিনিয়ত খুব ছোট ছোট পরিবর্তন আনার মাধ্যমেই নিজের উপস্থিতিকে আকর্ষনীয় করে তুলতে পারেন। লাখপতি হতে চাইলে লাখপতিদের মতোই আচরণে অভ্যস্ত হওয়ার চেষ্টা করুন।

776019৯. সর্বোচ্চ চেষ্টা

সাফল্যের একমাত্র উপকরণ যা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন তা হলো আপনার চেষ্টা এবং উদ্যমী শক্তি। বেশির ভাগ মানুষ সবচেয়ে কম কাজের মাধ্যমে সর্বোচ্চ প্রাপ্তির আশা করে থাকে। লাখপতিরা নিজেদের দায়িত্ব থেকে পালিয়ে না বেরিয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান নিজেদের লক্ষ্য অর্জনের জন্য। নিয়ম-শৃঙ্খলা, লোকবল এবং তাদের প্রতিভার মাধ্যমে তারা তাদের উদ্দেশ্য সাধনের সর্বোচ্চ চেষ্টা করতে থাকেন।

১০. গ্রাহক ধরে রাখুন

ড্যানিয়েল এ্যালাই মনে করেন, লাখ লাখ টাকার অধিকারী হতে চাইলে তাকে প্রতি মাসে অন্তত ৫০০ গ্রাহকের কাছে পৌছাতে হবে ফোনে অথবা ইমেইলের মাধ্যমে। সবার আগে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার আসলে কাদের সবচেয়ে বেশি প্রয়োজন। তার পর ফোন অথবা ইমেইলের মাধ্যমে তাদের মনোযোগ আকর্ষণ করে উদ্যোগ নিন আপনার পণ্য অথবা সেবা সম্পর্কে জানানোর।

ভালো অভ্যাস গড়ে তুলতে খুব বেশি সময় লাগে না। মনে রাখবেন ভালো অভ্যাস প্রথমে আপনি গড়ে তুলবেন এবং পরে সেই অভ্যাসগুলোই আপনাকে গড়ে তুলবে।

এন্টারপ্রেনার অবলম্বনে।

Sharing is caring!

Leave a Comment