ভারতের যুব সম্মেলনে ড্যাফোডিলের দুই শিক্ষার্থী
নিউজ ডেস্ক : ৯ম সাউথ এশিয়ান ইউনিভার্সিটিজ ইউথ ফেস্টিভালে যোগ দিতে আজ (২৩ ফেব্রুয়ারি) ভারত পৌঁছেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির দুই কৃতি শিক্ষার্থী নাফিজা রহমান মৌ এবং শুভ ঘোষ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে মৌ জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অতিরিক্ত পরিচালক (আইসিসি) ড. মো. ফখরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ থেকে যোগ দিতে যাওয়া ২৯ সদসস্যের প্রতিনিধি দলে রয়েছেন তিনি এবং শুভ।
তিনি আরও জানান, আগামী ২৫-২৯ ফেব্রুয়ারি ভারতের উত্তর প্রদেশের লক্ষনৌতে অবস্থিত বাবাসাহেব ভিমরাও আমবেদকার ইউনিভার্সিটিতে এ যুব সম্মেলন অনুষ্ঠিত হবে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সক্রিয় সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে এসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ ২০০৬ সাল থেকে এ ফেস্টিভালের আয়োজন করে আসছে। এবারের উৎসবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভূটান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলংকা, মরিসাস ও আফগানিস্তানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।