ড্যাফোডিলের শিক্ষাক্রমে রোবটিক্স ও কৃত্রিম বৃদ্ধিমত্তা

ড্যাফোডিলের শিক্ষাক্রমে রোবটিক্স ও কৃত্রিম বৃদ্ধিমত্তা

  • ক্যাম্পাস ডেস্ক

চতুর্থ শিল্প বিপ্লবের সাথে শিক্ষাথীদের মানিয়ে নেওয়ার জন্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের পাঠ্যক্রমে রোবটিক্স ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কোর্স যুক্ত করেছে। বিশ্ববিদ্যালয়টির সকল বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের জন্য উন্মুক্ত করা হয়েছে এই নতুন কোর্স। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা রোবটিক্স নিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণার সুযোগ পাবে। হাতে কলমে শিখতে পারবে রোবট ডিজাইনিং, প্রোগ্রামিংসহ আরো অনেক কিছু।

এদিকে, চলতি মাসে চীনের শিক্ষাভিত্তিক রোবটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান ‘ইউবিটেক রোবোটিক্স কর্পোরেশন’ থেকে রোবটিক্স শিক্ষার উপর প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রোবোটিক্স প্রজেক্ট ম্যানেজার মো. হাফিজুল ইমরান। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য তিনি রোবোটিক্স শিক্ষক সনদ অর্জন করেছেন।  

Sharing is caring!

Leave a Comment