নতুন সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপ
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : মেসেজ আদান-প্রদানের অন্যতম মাধ্যম হোয়াটসঅ্যাপ। এই মেসেজিং অ্যাপ ব্যবহারকারীদের নতুন সুবিধা প্রদান করছে। সম্প্রতি এটি চালু করেছে ডকুমেন্ট শেয়ারিং সুবিধা।
ফলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখন থেকে ডকুমেন্ট পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ সংস্করণ ২.১২.৪৫৩ এবং আইওএস-এ সংস্করণ ২.১২.১৪-তে এখন থেকে ‘ডকুমেন্ট’ বিভাগটি দেখা যাবে। অ্যাটাচমেন্টের অংশে এটি পাওয়া যাবে।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুধুমাত্র পিডিএফ ফাইল শেয়ার করা যাচ্ছে। তবে অন্যান্য ফরম্যাটের ফাইলগুলোও শেয়ার করার সুবিধা দেবে হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধা পেতে হলে প্রাপক এবং প্রেরক উভয়েরই নতুন সংস্করণের হোয়াটসঅ্যাপ ইনস্টল করা থাকতে হবে। তবে আইওএস ব্যবহারকারীরা চাইলে হোয়াটসঅ্যাপে অন্যান্য ক্লাউড স্টোর থেকে ছবি বা ভিডিও শেয়ার করতে পারবে।