বিদায় মেইলের জনক
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : চলে গেলেন টমলিনসন। তিনি ইমেইলের জনক। তার হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছিল যোগাযোগের ইলেকট্রিক মাধ্যম মেইল বা ইমেইল। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে গত শনিবার যুক্তরাষ্ট্রে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সংবাদ : বিবিসি।
পেশায় তিনি একজন কম্পিউটার প্রোকৌশলী ছিলেন। ১৯৭১ সালে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কের মধ্যে ইলেকট্রনিক বার্তা আদান-প্রদানের ধারণা দেন এই মার্কিনি। এক্ষেত্রে তিনি (@) সংকেত বসান। বর্তমানে এই সংকেতটি ইমেইলের ক্ষেত্রে মানদণ্ড হিসেবে বিবেচিত হয়। বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়েছে, টমলিনসন তার প্রথম ই-মেইলটি পাঠান যখন তিনি বেরানেক অ্যান্ড নিউম্যানে প্রকৌশলী হিসেবে কাজ করতেন। তবে ওই বার্তায় কী পাঠানো হয়েছিল তা আর পরে মনে করতে পারেননি এই গবেষক।
২০১২ সালে তথ্য-প্রযুক্তি জগতে অবদানের স্বীকৃতি হিসেবে ইন্টারনেটের হল অব ফেমে টমলিনসনের নাম অন্তর্ভুক্ত করা হয়।