ফ্রিল্যান্সার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক : মুক্ত পেশাজীবীদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘বাংলাদেশ ফ্রিল্যান্সার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)’। গত ৫ মার্চ রাজধানীর পান্থপথে অস্থায়ী কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে।
মো. আবু কায়সারকে আহ্বায়ক, মো. রুবেল হামজা, মো. মনির হোসেন ও মো. আসিফুজ্জামানকে যুগ্ম আহ্বায়ক এবং মো. আসাফুর রহমানকে সদস্য সচিব করে প্রাথমিকভাবে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো: সরোয়ার হোসেন মোল্লা, মাজহারুল ইসলাম, সাব্বির আহমেদ, সফিউল আলম, নাবিলা খুরশিদ, আল মাহমুদ, মাহমুদুর রহমান মান্না, জি এম তাসনিম আলম, মারুফ হাসান বুলবুল ও মো: ইউসুফ আলী।
নবগঠিত কমিটির সদস্যরা জানান, আউটসোর্সিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের তরুণ প্রজন্ম বিক্ষিপ্তভাবে অনন্য সাফল্য অর্জন করেছে, সেই অর্জনকে সাংগঠনিক ভিত্তি দিয়ে বৃহত্তর লক্ষ্যমাত্রা অর্জনের পথে এই অ্যাসোসিয়েশন কাজ করে যাবে।